রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে ৫১ হাত উচ্চতার যম ও ধর্মরাজ পূজা কাল 

মহম্মদপুর (মাগুরা)  প্রতিনিধি

মহম্মদপুরে ৫১ হাত উচ্চতার যম ও ধর্মরাজ পূজা কাল 

মাগুরা মহম্মদপুরে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় সকলের  মঙ্গলার্থে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মের ৫১- হাত  উচ্চতার যমপূজা-ধর্মরাজ পূজার শনিবার সন্ধ্যা থেকে ঢাকে কাঠি  পড়বে। শঙ্খ ও উলুর ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে।

উপজেলার বাবুখালী ইউনিয়নের চর সেলামতপুর গ্রামের রাধা কৃষ্ণ সেবাশ্রম  মন্দির প্রাঙ্গণ। ১৪ পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করবে। যম  পূজা ও ধর্মরাজ পূজা উপলক্ষে পূজা কমিটির পক্ষ থেকে সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য মেলার আয়োজন করেছে।

আগামী বৃহস্পতিবার এ পূজা শেষ হবে। আগামী শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘটবে।

এ বিষয়ে মুঠোফোনে পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস জানান, উপজেলার বাবুখালী ইউনিয়নের চর-সেলামতপুর  গ্রামের  সঞ্জয় বিশ্বাস নামের এক ব্যক্তি ব্যতিক্রমী এ যমপূজা  ও ধর্মরাজ পূজার মানষা করেন। মনসা দিতেই এই পূজার আয়োজন করা হয়।

টিএইচ